এম চোখ ডটকম, মুজিবনগর :
ইংরেজী ভীতি দূর করে ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য শব্দগুরু প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ অক্টোবর) বিকেলে মুজিবনগর উপজেলার বল্লভপুর অফিস প্রাঙ্গনে গুড নেইবারস বাংলাদেশ, মুজিবনগরের উদ্যোগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত একশত জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরীক্ষা শেষে ১০ জন ইংরেজি শিক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়ন করে ১৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ নম্বর অর্জনকারীকে স্পেশাল পুরস্কার প্রদান করা হয়।
মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদ। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সিডিপি’র গুড নেইবারস বাংলাদেশের ইনচার্জ মেহেদী হাসান, কোঅপারেটিভ অফিসার জয় চক্রবর্তী প্রমুখ।
মুজিবনগরে শব্দগুরু প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
257