এম চোখ ডটকম,মুজিবনগর:: জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা প্রদানে সমস্যা ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়াজনে উপজেলা হল রুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চলনায় সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে ভাতা প্রদানে সমস্যা ও করণীয় বিষয়ক সম্পর্কে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্য়ালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদফজলে রাব্বি, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফ্রোজা খাতুন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এ.এস.এম মাহবুব আলম, মহিলা বিষয়ক অফিসার সেলিম রেজা, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ ওমর ফারুক প্রমুখ।
মুজিবনগরে সমাজসেবা কার্যালয়ের ভাতা প্রদানে সমস্যা ও করণীয় বিষয়ক সেমিনার
265
previous post