এম চোখ ডটকম, মুজিবনগর : মুজিবনগর উপজেলার দারিয়াপুরের কুয়েত প্রবাসী আরশাদ আলী ও তার স্ত্রী সুফিয়ার বিরুদ্ধে সরকারী জমি দখলের অভিযোগ উঠেছে। আরশাদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন একটি বাড়ি নির্মাণ করছেন। যার সৌন্দর্য বৃদ্ধিতে সরকারি খাস জমির উপর প্রাচীর দিয়ে কৌশলে দখলে নেওয়া হচ্ছে। অথচ একই গ্রামের কয়েকটি ভূমিহীন পরিবার রাস্তার পাশে কুড়ে ঘরে বাস করছেন। সরজমিনে গিয়ে দেখা যায় দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর পশ্চিম পাড়ার মাঠ পাড়ায় কুয়েত প্রবাসী আরশাদ আলী একটি বাড়ি নির্মাণ করছে। সেই সাথে বাড়ির চারপাশ প্রাচীর নির্মাণ করা হচ্ছে। বাড়ির পশ্চিম দিকের অংশ সরকারী খাস জমি। সেই অংশ টুকুও প্রাচীর দিয়ে ঘিরে দখল করে নেওয়া হয়েছে। প্রবাসী আরশাদ আলীর স্ত্রী সুফিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মেইন রাস্তা পাশে আমাদের জায়গা বেশি আছে। আমাদের জমি বেশি ছেড়ে দিয়েছি। তাই পশ্চিম পাশে সরকারি জমি কিছুটা নিয়েছি। পুরো দখল করছি না। বসবাসের উপযোগী করতে পুরো বাড়ি প্রাচীর দিয়ে ঘিরে নিচ্ছি তাই পশ্চিম দিকে আমার জমি ছাড়া অল্প একটু অংশ ঘেরার ভিতরে পড়ছে। যদি সমস্যা হয় তাহলে সরকার আমার প্রচীর ভেঙে দিয়ে নিয়ে নিলে নেবে। আমার কোন আপত্তি নেই। তবে আমাকে তো এই বাড়িতে বসবাস করতে হবে । এবিষয়ে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি বলেন, বিষয়টি সত্য। প্রবাসী আরশাদ আলীর বাড়ির পশ্চিমে ৫ কাঠা জমি সরকারী খাস। দখলের বিষয়টি জানতে পেরে আমরা গ্ৰাম পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিই। এ বিষয়ে মুজিবনগর উপজেলা নিবার্হী অফিসার অবগত আছেন। উভয় পক্ষের আমিন দিয়ে জমি মেপে খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার ইউনিয়নের দুই তিনটা পরিবার রাস্তার উপর বসবাস করছেন। তাদের ঐ জায়গায় বসানোর প্রক্রিয়া চলছে। তাই প্রাচীর দিয়ে দখল করে নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বলা আছে।
মুজিবনগরে সরকারি জমি দখল করে প্রবাসির বাড়ির সৌন্দর্য বৃদ্ধি
145
previous post