মুজিবনগরে সাবেক মুক্তিযােদ্ধা কমান্ডার জলিল বিশ্বাসের ইন্তেকাল
এম চোখ ডট কম, মুজিবনগর : মেহেরপুরের মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জলিল বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
শনিবার বিকেল ৫টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে তিনি নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে স্ত্রী-সন্তানাদিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুল জলিল মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কিতাব আলীর ছেলে।
শনিবার দিবাগত রাত ১০ টার দিকে জানাজা শেষে তাকে আনন্দবাস দক্ষিণপাড়া গােরস্থান ময়দানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে তাকে রাস্ট্রের পক্ষে জাতীয় পতাকা আচ্ছাদিত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়। শ্রদ্ধা জানান মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
এসময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত।
শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগর থানা পুলিশের একটিদল তাকে গার্ডঅব অর্নার করে। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে।
এদিকে,জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শােক প্রকাশ করেছেন।