149
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুর মুজিবনগরে গুড় নেইবারস মেহেরপুর সিডিপি’র উদ্যোগে ঋতুস্রাব কালীন স্বাস্থ্যবিধি দিবস/২০২২ পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় গুড় নেইবারস মেহেরপুর সিডিপি’র ‘অফিস চত্তরে মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার বিভোর দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজোলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডা: সাদিয়া আরফিন সোমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার এস.এম.রিফাত আল-মামুন, সিনিয়র প্রশাসন অফিসার লরেন্স ঢালি, ড: উম্মে আয়েশা জামান প্রমুখ। অনুষ্ঠানে স্পান্সার কিশোরী মেয়ে ও তাদের মায়েরা অংশ গ্রহণ করেন।