এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) উপজেলার বল্লভপুরস্থ সেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির আয়োজনে অফিস প্রাঙ্গণে সিএমসি সভাপতি রেহেনা খাতুন সভাপতিত্বে ও ভলান্টিয়ার লিডারকবিতা খাতুন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায়কর্মকর্তা প্রভাষ চন্দ্রবালা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: মনিরুজ্জামান। প্রকল্প ব্যবস্থাপক মি: বিভবদেওয়ান, এডমিন ম্যানেজার মিলরেন্স ঢালী, সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ, কো অপারেটিভ অফিসার জয়চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরিক্ষা প্রতিবেদন পর্যালোচনা, সম্পূরক বাজেট অনুমোদন, ২০২২-২৩ আর্থিক বৎসরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা, নতুন লোন আইটেম, লভ্যাংশ ও মুনাফা বিতরণ, সফটওয়ার কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়। ২০১৫ সালে প্রতিষ্ঠিত সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির ১১৯৮ জন সদস্যের মধ্যে ৪২৫ জনকে ঋন প্রদান করা হয়েছে। সমিতির মূলধন রয়েছে প্রায় ১কোটি ৬০ লক্ষ টাকা।
মুজিবনগরে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
214