মুজিবনগর সেন্ট জেভিয়ারস জুনিয়র হাই স্কুলে এক দিন ব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত।
এম চোখ ডটকম মুজিবনগর :
মুজিবনগর ভবরপাড়া সেন্ট জেভিয়ারস জুনিয়র হাইস্কুলে কারিতাস মেহেরপুর অঞ্চলের আয়োজনে একদিনব্যাপী শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ফিতা কেটে শিশু মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ।
উদ্বোধনের পর এক দিন ব্যাপী শিশু মেলার আলোচনা সভায় ভবরপাড়া ধর্মপল্লীর পাক পুরোহিত ডঃ ফাদার তাপস হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবরপাড়া ধর্মপল্লীর সহকারী পাক পুরোহিত ফাদার আলবিনো সরকার ,
সেন্ট জেভিয়ার জুনিয়রস হাই স্কুলের প্রধান শিক্ষক
সিস্টার মালতি মালো , কারিতাস মেহেরপুর অঞ্চলের এরিয়া ম্যানাজার মি. জেমস ইব্রিধ খান , লিটন মন্ডল সহ ভবেরপাড়া খ্রিস্টীয় ধর্মপল্লীর সিস্টারগণ উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক এবং ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে অতিথিবৃন্দ শিশু মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ।
শিশুমালার সমাপনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।