এম চোখ ডটকম, মুজিবনগর : “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১২ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা প্রসাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের বাস্তবায়নে উদ্ভাবিত সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা সায়েন্টিক্স অফিসার আজিজুল হক, বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ূব হোসেন,মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ সহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। অনুষ্ঠানে অতিথিরা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।
মুজিবনগরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার
117
previous post