231
এম চোখ ডটকম,মুজিবনগর: ্মুজিবনগরে স্বরসতী খাল থেকে ৮টি অবৈধ বাঁধ অপসারণ ও ৬টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় মুজিবনগর সরস্বতী খালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম ,মুজিবনগর থানার এস আই বিপ্লবসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। অভিযানে সরস্বতী খাল থেকে পলিথিন ও বেশাল দিয়ে অবৈধ বাঁধের সরঞ্জাম উদ্ধার করা হয় এবং অভিযান শেষে ৬টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।