মুজিবনগরে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুরের মুজিবনগরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ মামলায় তরিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মুজিবনগর থানা পুলিশের একটি টীম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সালিশের কথা বলে কৌশলে ডেকে নিয়ে স্থানীয় নওদাপাড়া মাঠের মধ্যে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন ওই নারী।
তরিকুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহারে প্রকাশ, মামলার বাদীর সাথে শিবপুর গ্রামের নজির হালসানার ছেলে বাদশা মিয়ার বিয়ে হয় বছর পাঁচেক আগে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জেরে ওই নারী স্বামী বাদশা মিয়ার নামে আদালতে কয়েকটি মামলা করেন। গত মঙ্গলবার মামলাটি মিমাংসার কথা বলে মোবাইল ফোনে ওই নারীকে নিজ বাড়িতে আসতে বলে তরিকুল ইসলাম। পথিমধ্যে নওদাপাড়া মাঠে নির্জন স্থানে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি কাওকে না জানানোরও হুমকী দেয় তরিকুল। এ ব্যাপারে বুধবার মুজিবনগর থানায় একটি মামলা করেন ওই নারী।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, ওই নারীর এজাহারের ভিত্তিতে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। সেই সাথে মামলার আসামী হিসেবে তরিকুল ইসলাম গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।