মুজিবনগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন ।
এম চোখ ডটকম,মুজিবনগর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করেছে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার সকালে মুজিবনগর সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটা হয় পরে পি ডব্লিউ ডি আই বি রেস্ট হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতিন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আয়ূব হোসেন , মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম আনন্দ , শহর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব শাহীন রেজা । এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের, সন্মেলন প্রস্তুুত কমিটির সদস্য শাহওয়ালীউল্লাহ সোহাগ, রাব্বি, বিদ্যুৎ সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।