মুজিবনগরে হত্যাসহ বিভিন্ন অভিযোগে যুবলীগ নেতা মিঠুর বিরুদ্ধে মানববন্ধন করছে এলাকাবাসী
এম চোখ ডটকম,মুজিবনগর: ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুর বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগ নিয়ে মানববন্ধন করছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল আটটার দিকে মহাজনপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল বারির নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু , মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,প্রভাসক রফিকুল ইসলাম প্রভাসক ফারুক,মহাজনপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুহুল সাত্তার,বোয়ালমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল ছাত্তার মহাজনপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি গুলশান আরা রুনু , সাবে ইউপি সদস্য গুলতা , ৬ ইউপি সদস্য ফিদু শেখ ,5নং সোহরাব হোসেন কালু , ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুনসুর আলী, ইউপি ছাত্রলীগের সভাপতি ইমন ,মসজিদের ইমাম হাফেজ আলী আজবাহার ,উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মনি হুজুর ,উত্তর পাড়া শিক্ষক প্রদীপ কুমার শাহা সহ মানববন্ধন কর্মসূচিতে গ্রামের সকল সাধারণ মানুষের উপস্থিতি ছিল। উল্লেখ্য, গত ২৯ শে মার্চ বিকেলে মান্নান ডাক্তার (৫৫) কে একই গ্রামের ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু শেখ (৩৫) পূর্ব হতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সজনে ডাঁটা পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ধাক্কা ধাক্কি হয়। একপর্যায়ে মিঠু বাড়ি হতে হাসুয়া নিয়ে এসে মান্নান ডাক্তারের পেটে কোপ মারে। উক্ত হাসুয়ার কোপে ঘটনা স্থলে মান্নান ডাক্তারের অবস্থা গুরুতর হয়। রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এবিষয়ে মেহেরপুর আদালতের একটি মামলা দায়ের করা হয়।