এম চোখ ডটকম, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মুকুল হোসেন মল্লিক নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। সোমবার দুপুরে মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের জনৈক আরজুল্লাহ এর বাড়ির নিকট থেকে তাকে আটক করা হয়। আটক মুকুল হোসেন মানকিনগর (বাজারপাড়া) গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে। জানা গেছে, রতনপুর সুইচগেট এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মুকুল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, রতনপুর সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার অপরাধে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মুকুলকে আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করে। এসময় তার নিকট হতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট-১০(দশ) গ্রাম হেরোইনের মূল্য অনুমান ১ লক্ষ টাকা। আটক মুকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মুজিবনগর থানার মামলা নং- ১০/১০।
মুজিবনগরে ১০ গ্রাম হেরোইনসহ আটক-১
247
previous post