245
এম চোখ ডটকম,মুজিবনগর: : আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াবহদিন । বিএনপি- জমায়েত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক নেতা কর্মীরা আহত ও নিহত হন । তাই দিনটির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ । সোমবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স পি ডব্লিউ ডি আই বি রেস্ট হাউজে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহ ওয়ালীউল্লাহ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান মতিন , বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আয়ূব হোসেন , মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন । এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য আনিসুর রহমান শুভ, মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাঈম ডালিম , বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসতিয়াক হোসেন, সম্পাদক সোহানুর রহমান সোহাগ,মহাজনপুর ইউপি সভাপতি রাসেল মিয়া , সম্পাদক ইউনুস আলী, দারিয়াপুর ইউপি সাধারণ সম্পাদক লিংকন , স্বেচ্ছাসেবলীগের সদস্য জহিরুল ইসলাম, সদস্য জুয়েল রানা, সদস্য সাজু , ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের মোনাখালি ইউপি সভাপতি স্বপন গাজীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ের সকল সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।