মুজিবনগরে ৫ বিঘা জমির কলা গাছ কেটে তছরুপ
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের চাষী লিয়াকত আলীর ৫ বিঘা জমির কলা গাছ ও কলা কেটে তছরুপ করা হয়েছে। গেল রাতে গ্রামের মাঠের ৫টি দাগের জমিতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চাষী।
জানা গেছে, গ্রামের মাঠে ৫ বিঘা জমিতে কলা আবাদ করেন লিয়াকত আলী। প্রয়োজনীয় পরিচর্যায় কলাগাছগুলো বড় হয়ে উঠতে থাকে। আর কিছুদিন করে গাছগুলোতে পুরোপুরি কলার কাধি আসার সময়। এরই মাঝে গেল রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে ৫টি বিঘা জমির কলাগাছ ও কিছু কলার কাধি কেটে তছরুপ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন লিয়াকত আলী।
এ বিষয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।