মুজিবনগর উপজলোয় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান
এম চোখ ডট কম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগর উপজলোয় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করছেনে মোঃ খায়রুল ইসলাম। আজ রবিবার সকালরে দিকে তিনি মুজিবনগর উপজলোয় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করনে।
মো: খায়রুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজলোর বাসিন্দা। তিনি ৩৭ তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১৭ সালে সহকারী কমশিনার হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকরে র্কাযালয়ে যোগদান করনে। দুই কন্যা সন্তানরে জনক খাইরুল ইসলাম এর আগে টাঙ্গাইলে এনডিসি পরে, সহকারী কমশিনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর সহর্ধমিনী টাঙ্গাইল সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। মো: খায়রুল ইসলাম সেখান থেকে পদোন্নতি লাভ করে মুজিবনগর উপজলোয় নতুন উপজেলা নির্বাহী অফিসার যোগদান করনে। এদিকে নবাগত মুজিবনগর উপজলো নির্বাহী অফিসার সকলরে সহযোগতিা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।।