মুজিবনগর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ।
মেহেরপুরের চোখ ডটকম,মুজিবনগর:
মুজিবনগর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে সর্বজনীন পেনশন স্কিম অবহিত করন সবার অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ।
সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন ।
এছাড়া উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি কুমার উজ্জ্বল দত্ত , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন মাধ্যমিক একাডেমি সুপারভাইজার হাসনাইন করিম , বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন ,মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি , সোনালী ব্যাংক মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম সহ উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইমাম, গ্ৰাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ । সর্বজনীন পেনশন স্কিম সভায় সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে চারটি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান সেই সাথে সাধারণ জনগণকে এই স্কিমের আওতায় আনতে হবে বলেও জানান বক্তারা।