26
মুজিবনগর উপজেলার ইলেকট্রিশিয়ানদের বার্ষিক সম্মেলন
এম চোখ ডটকম,মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ইলেকট্রিশিয়ানদের বার্ষিক সম্মেলন ও বনভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী মুজিবনগর উপজেলার ইলেকট্রিশিয়ানদের আয়াজনে মুজিবনগর পিকনিক স্পটের সভায় সভাপতিত্ব করেন বনভোজন কমিটির সভাপতি কামলেম আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন (ই,এ.পি) এস আর উজ্জল হোসেন, সুপার স্টার এক্সেসরিজ এস আর সাইফুল ইসলাম, সার্কেল তুষার। ইত্যাদী হার্ডওয়ার, সোভন ইলেকট্রিক, আল আমিন ইলেকট্রিক এন্ড হার্ডওয়ার, মোল্লা ব্যাটারী, মক্কা ইলেকট্রিক, নেহা ইলেকট্রিক, শুভেচ্ছা এন্টার প্রাইজ, শামিক ইলেকট্রিক, হাসমত ইলেকট্রিক এর সার্বিক সহয়েগিতায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বনভোজন কমিটির সাধারন সম্পাদক আ: সালাম, কোষাধ্যক্ষর আনোয়ার হোসেন ও নেহা ইলেকট্রিক এর প্রপাটের (মালিক) আনিছুর রহমান প্রমুখ। এসময় মুজিবনগর উপজেলার ইলেকট্রিক সকল সদস্যে উপস্থিত ছিলেন। শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।