357
মুজিবনগর উপজেলার ফারিয়ার বোনভোজন ও বার্ষিক সভা
এম চোখ ডটকম,মুজিবনগর:: মুজিবনগর উপজেলার ফারিয়ার বার্ষিক সভা ও বোনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে দামুড়হুদা তালসারী ইকো পার্কের সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলার ফারিয়ার সভাপতি রেজাউল করিম। এসময় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলার ফারিয়ার সাধারন সম্পাদক আয়ুব আলী, BCDS-মুজিবনগর সিনিয়র সহ-সভাপতি বোরহানউদ্দিন।, বোনভজনটি অনুষ্ঠিত হয় তালসারী ইকো পার্ক দামড়হুদ, চুয়াডাঙ্গা। এসময় ফারিয়ার সকল সদস্যে উপস্থিত ছিলেন।