এম চোখ ডটকম,মুজিবনগর: : রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাইদ কর্তৃক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে গোরস্থানে পাঠানোর হুমকির প্রতিবাদে মেহেরপুরের মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ প্রতিবাদী অনুষ্ঠান থেকে আবু সাইদকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দাবি করা হয়। দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল থেকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। মিছিলটি স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস এম মাহাবুব আলম রবি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মুজিবুর রহমান মধু বিশ্বাস, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, আব্দুর রশিদ বল্টু, মঈনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা যুবমহিলালীগের সভাপতি তকলিমা খাতুন সাধারন সম্পাদিকা তহমিনা খাতুন, উপজেলা ইয়াং বাংলা ফিউচার সভাপতি হাসানুজ্জামান লালটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
280
previous post