এম চোখ ডটকম,মুজিবনগর:২০০৫ সালের ১৭ই আগষ্ট সারা দেশে তৎকালীন জঙ্গীবাদী বিএনপি-জামাত জোটের সরকারের সিরিজ বোমা হামলার প্রতিবাদে মুজিবনগরের কেদারগন্জ বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ। আজ বুধবার বিকেল ৪টার দিকে কেদারগন্জ বাজার চত্তরে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মতিউর রহমান মতিনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ বল্টু, সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নাসিরউদ্দীন বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদিকা তহমিনা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাকিব, মোনাখালী ইউপি ছাত্রলীগের সভাপতি স্বপন গাজী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা তাঁতীলীগের আহবায়ক আব্দুল খালেক প্রমুখ। শুরুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে কেদারগন্জ চার রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
269