মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সভা
মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স সূর্যউদয় রেষ্ট হাউজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সহসভাপতি ফজলুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্নসম্পাদক আজিমুল বারী মুকুল, অর্থসম্পাদক মিজানুর রহমান চঞ্চল, হীরা ব্রিক্স্র এর মালিক অ্যাডভকেট রুমুনুজ্জামান রুমুন, ও ভাটা মালিক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার সকল ইটভাটা মালিক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক তসলিমুল ইসলাম সজল। শেষে মধ্যাহ্য ভোজ অনুষ্ঠিত হয়।