মুজিবনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন।
মেহেরপুরের চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন ও সাধারণ সম্পাদক স্বপন গাজী ।
এসময় উপজেলা পরিষদে ১ শো টি গাছের চারা রোপণ করা হয়।
তাপমাত্রা নিয়ন্ত্রণে আসলে মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে ৯ শো বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে বলে জানান ছাত্রলীগ নেতারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইশতিয়া আহমেদ লিমন , ওমর শরীফ উৎসব , যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ , সাংগঠনিক সম্পাদক সায়েম খন্দকার সহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।