মুজিবনগর উপজেলা জামায়াতের আমীরসহ ৫জন গ্রেপ্তার
এম চোখ ডটকম,মুজিবনগর : মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমীরসহ ৫জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলা জামায়াতের আমীর ও উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মােজাম্মেল হকের ছেলে খানজাহান আলী (৪১),শিবপুর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও শিবপুর গ্রামের শামসের আলীর ছেলে আসাদুল হক আছান (৪৯),গােরীনগর গ্রামের আজিজুল হকের ছেলে জামায়াত কর্মী নুর মুহাম্মদ (৫২),
গােরীনগর গ্রামের আপেল উদ্দীনের ছেলে জামায়াত কর্মী আব্দুল কুদ্দুস (৫৫) ও গােরীনগর গ্রামের মফেল উদ্দীনের ছেলে জামায়াত কর্মী ফরিদুল ইসলাম (৫০)। আজ রবিবার (৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে মুজিবনগর থানা পুলিশ
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, নাশকতার মামলায় জামায়াতের ৫ জন নেতা কর্মীকে গ্রেপ্তারের পর, বিকেল ৩ টার দিকে তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।