মুজিবনগর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর ।
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলম হোসেন মিলু ও ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান রাজীব মহিলা ভাইস চেয়ারম্যান তখলিমা খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন ।
সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে দায়িত্ব হস্তান্তর ও মাসিক মিটিং এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম , সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসরুবা আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীন ।
অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা , দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার , মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন,
বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু , উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন।