মুজিবনগর উপজেলা নির্বাচনে প্রতিক বরাদ্দ
শেখ সফি:
ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদের মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এতে চেয়ারম্যান পদে সাবেক মহাজনপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ আমাম হোসেন মিলু (আনারস) প্রতীক, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা (কাপ প্রিরিচ), জেলা আওয়ামীলীগের সদস্য ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু (ঘোড়া) এবং মাহবুবুর রহমান (মোটরসাইকেল) প্রতীক লাভ করেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সভাপতি বিএম জাহিদ হাসান (টিউবওয়েল) ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান (চশমা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন (ফুটবল) ও যুব মহিলা লীগের মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন (কলস) প্রতীক পান।
আগামী ৮ মে মুজিবনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।