এম চোখ ডটকম, মুজিবনগর:: মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বাংলাদেশ সরকারের স্কলারশীপ পেয়ে উচ্চতর প্রশিক্ষণের লক্ষ্যে মুজিবনগর ত্যাগ করায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমানের বদলী উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা অফিসার্স ক্লাব (বন্ধন) এর আয়াজনে আজ বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসাসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবের সঞ্চলনায় বিদয়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, নবাগত কৃষি অফিসার কৃষিবিদ ড. মাহফুজুর রহমান, বিদয়ী কৃষি অফিসার আনিসুজ্জামান খান , বিদয়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যন আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী আলহাজ ওমর ফারুক প্রিন্স প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংাদিকসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন। শেষে বিদয়ী উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারসহ তিন কর্মকর্তার বিদায় সংবর্ধনা
293
previous post