383
মুজিবনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা
এম চোখ ডট কম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম মোল্লা। উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ^াস পবিত্র হজ্জ গমনে দেশের বাইরে অবস্থান করায় পরিষদের কার্যক্রম চলমান রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেছেন। এর আগে গেল ৫ জুন তিনি একটি অফিস আদেশ করেন। যাতে উল্লেখ করা হয়েছে, ৭ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ১ রফিকুল ইসলাম মোল্লা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।