মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুজিবনগর প্রতিনিধি শেখ হাসিনার হাতটি ধরে ” পথের শিশু যাবে ঘরে ” এই প্রতিপাদ্যে মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় মুজিবনগর কমপ্লেক্স মাঠে এই বার্ষিক ক্রিয়া ,সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয় অতিবৃন্দদের , জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ সূচনা করা হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী । প্রধান শিক্ষক তন্ময় কুমার সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি , মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত জামাল উদ্দিন । উজ্জ্বল কুমার দত্ত অফিসার ইনচার্জ মুজিবনগর থানা , কাজী মোঃ আবুল মনসুর সুপারিনটেনডেন্ট অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মুজিবনগর সরকারি শিশু পরিবার, ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম,সাদ্দাম হোসেন প্রবেশন অফিসার মেহেরপুর, মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক , প্রধান শিক্ষক শিরিনা খাতুন সহ সরকারি শিশু পরিবারের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।