352
মুজিবনগর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
এম চোখ ডটকম,মুজিবনগর: : মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিশেষ বরাদ্দ হতে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্ৰামের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ । আজ (১লা আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস , সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা , সাধারন সম্পাদক আবুল কালঅম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, মুক্তিযোদ্ধা আহসান হাবীব প্রমুখ। এসময় মুজিবনগর উপজেলার ৩৭ টি পরিবারের সদস্যদের মাঝে ৪৪ বাইন টিন ও চেক বিতরণ করা হয় ।