308
মুজিবনগর গ্রীষ্মকালীন পেঁয়াজ , ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন ।
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর বিনামূল্য গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ধানের বীজ এবং সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস । আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি অফিস ২০২৩/২০২৪ অর্থবছরে খরিপ মৌশুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং নতুন প্রযুক্তির ধানের বীজ ও সার প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস , উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা , উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন , উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা কাউছার আলী , উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান প্রমুখ। এসময় চার ইউনিয়নে মোট ১৮০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীকে ১ কেজি বীজ, ২০ কেজি ডিওপি ২০ কেজি এম ও পি ,১৫০ বর্গমিটার পলিথিন ও লাইলন সুতা হাপ কেজি ,বালায় নাশক ১০০ মিলি । সেই সাথে ধানের বীজ ও সার দেয়া হয় ১২ শো জন চাষী কে , ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এম ও পি, ১০ কেজি ডিএপি গ্ৰহন করেন চাষীরা ।