মুজিবনগর জাতীয় শোক দিবস পালিত
শেখ সফি, এম চোখ ডট কম, মুজিবনগর :
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম।
এসময় উপজেলা আনসার ভিডিপি, মুজিবনগর টুরিষ্ট পুলিশ, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুরর রহমান, মুজিবনগর উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা ছাত্রলীগ, মুজিবনগর সাব-জোনাল অফিস মেহেরপুর পল্লী বিদুৎ অফিস, মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, প্রাথমিক শিক্ষা অফিস মুজিবনগর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুজিবনগর, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা ব্যাংক মুজিবনগর শাখা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাষ্পার্ঘ অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে জাতির জনকের উপর আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্ত ডাঃ আসাদুজআমান, থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল প্রমুখ।
আলোচনা শেষে মুজিবনগর যুউন্নয়ন অফিস কতৃক যুব লোন বিতারণ ও চিত্রাঅংকন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করা হয়।
এছাড়া উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের আয়াজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। অনুরুপ‘ মোনাখালী দক্ষিনপাড়া মহল্লাবাসীর আয়াজনে বেলা ৪টায় চাষীকাব চত্তরে মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া মহাফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রসশন প্রতিমুন্ত্রী ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক এ্যাডভকেট ইব্রাহীম শাহিন, এ্যাডভকেট পল্লভ ভট্রাচার্জ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলালীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুরুপ‘ দারিয়াপুর ই্উনিয়ন আওয়ামীলীগের আয়াজনে বিকেল সাড়ে ৫টায় দারিয়াপুর ইউপি আ‘লীগ অফিস চত্তরে অনুষ্ঠানে দারিয়াপুর ই্উনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া মহাফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রসশন প্রতিমুন্ত্রী ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক এ্যাডভকেট ইব্রাহীম শাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলালীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া জনপ্রসশন প্রতিমুন্ত্রী ফরহাদ হোসেন মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে কাঙ্গালী ভোজ অনুষ্ঠান পরিদর্শন করেন। এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়াত্ব শাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।