মুজিবনগর জিও বিডি‘র আলোচনা সভা ও বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত
এম চোখ ডটকম ,মুজিবনগর: মুুজিবনগর উপজেলার একমাত্র আইএসপি প্রতিষ্ঠান জিও বিডি‘র আলোচনা সভা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জিও বিডির আয়োজনে দামুড়হুদার তালসারি ডিসি ইকো পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিও বিডি‘র প্রোপ্রাইটার (মালিক) মুরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মান উন্নতি করনের ল্েয এই মিলন মেলার আয়োজন করা হয়। এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের ল্য অর্জনে আমাদের গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মান আরো উন্নত করতে হবে যাতে করে প্রতিটি গ্রাহক নিরবিচ্ছিন্ন সংযোগ পেতে পারে। জিও বিডি‘র সিস্টেম ইঞ্জিনিয়ার ওয়াহেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জিও বিডি‘র চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।