মুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন- ওই গ্রামের সাখাওয়াতের স্ত্রী রোজিনা খাতুন (৩৭), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭) ও ছানোয়ার (৩০) তাদেরকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অহত রোজিনা খাতুনের স্বামী সাখাওয়াত জানায়, প্রতিবেশী মোসারেফ হেসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ আছে। এদিন সকালে আমি মাঠের কাজে ব্যাস্ত ছিলাম।
এমন সময় প্রতিপক্ষ মোহাব্বত আলীর নেতৃত্বে তার ছেলে জহীর আলী ও মোশাররফ আলীর ছেলে আল-আমিন হোসেন ও হাসান আলী আমার বাড়ীতে হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা রড, লাঠি সোঠা ও দেশীয় অস্ত্রের আঘাতে আমার স্ত্রীসহ ৩জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় থানয় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।
মুজিবনগর জয়পুরে জমি সংক্রান্ত বিরোধ॥ প্রতিপক্ষের হামলায় আহত-৩
211
previous post