মুজিবনগর তিশা কম্পিউটার এন্ড ডেইলী শপে ভয়াবহ অগ্নিকাণ্ড
এম চোখ ডট কম, মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগর ব্রাক অফিসের পাশে তিশা কম্পিউটার এন্ড ডেইলী শপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এই অগ্নিকাণ্ডে তিশা কম্পিউটার এন্ড ডেইলী শপের বিভিন্ন রকমের মালাল আগুনে পুড়ে ছাই নগত টাকা সহ প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক সামসুজ্জোহা লালটু ।
তিশা কম্পিউটার এন্ড ডেইলী শপের মালিক সামসুজ্জোহা লালটু জানান প্রতিদিনের ন্যায় রবিবার রাতে দোকান বন্ধ করে আমি বাড়ি চলে যায় । আমার দোকানের বাইরে ইলেকট্রনিক লাইট প্রতিদিন সকালে এই দোকান ঘর মালিক বন্ধ করে দেয় উনি লাইট বন্ধ করতে এসে দেখে লাইট বন্ধ পোড়া গন্ধ ও আগুনের আদ্রা দেখতে পেয়ে আমাকে ফোন করে তখন আমি ভেবেছিলাম হয়তোবা ছুরি হয়ে গেছে কিন্তু এসে দোকান খুলে দেখি পুরো দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে হালকা হালকা আগুন থাকায় মুজিবনগর ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেয় । এবং তিনারা ধারনা করেন আগুন ইলেকট্রিসিটির কারণে হতে পারে বলে আমাকে জানান। তিনি বলেন আমার দোকানের সকল ইলেকট্রনিক লাইল উন্নত মানের তার দিয়ে ওয়াইরিং করা এবং সার্কিট বেকার সেট করা আছে যাতে করে বিদ্যুতের শর্টসার্কিট হলে সেখান থেকে ডিসকানেক্ট হলে পুরো লাইন বন্ধ হয়ে যাবে এজন্য আমার ধারনা ইলেকট্রিসিটিতে বা শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা কম তবে আমি ধারনা করছি কেউ কি ধরিয়ে দিলো নাকি ইলেকট্রিসিটি থেকে আগুন ধরলো বুঝে উঠতে পারছিনা।
তিনি আরো বলেন এই দোকান দেয়ার আগে আমি ঢাকাতে কম্পিউটার ও এয়ারকন্ডিশন যন্ত্রাংশ ও মেরামতের কাজ করতাম একটি সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙে কুচিয়ে যায় অনেক টাকা খরচ করে কোনো রকম বেঁচে আসি এবং বাড়ি এসে বিভিন্ন এনজিও থেকে প্রায় ৬ লাখ টাকা ঋণ নিয়ে একটু একটু করে এই দোকানের মালামাল দিয়ে দোকান সাজিয়ে ব্যবসা শুরু করি পরে আরো দুই লাখ টাকার মালামাল কিনি এই দোকানটিই হচ্ছে আমার বেঁচে থাকার ভরসার স্থল এখান থেকে আমি আয় উপার্জন করে সংসার চালায় কিন্তু আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে আপনারা যদি কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই দোকান না হলেও একটু ঘুরে দাঁড়ানোর মত বলে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত দোকান মালিক লালটু ।
এবিষয়ে স্থানীয় দুই ইউপি সদস্য জানান আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা বোঝা যাচ্ছে না তবে আমরা সাবাই সহযোগিতা করলে হয়তো ওনার পুড়ে যাওয়া দোকান ফিরিয়ে দিতে পারবো না তবে যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকারী , জনপ্রতিনিধি ও বিভিন্ন এনজিও এই ধরনের ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করে থাকেন তিনারাও এই ক্ষতিগ্রস্ত লালটু ভাইকে সহযোগিতা করবেন লালটু ভায়ের পাশে দাঁড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে মুজিবনগর থানায় জানতে চাইলে ওসি মেহেদী রাসেল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পরিদর্শন করেছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।