মুজিবনগর থানা পুলিশের অভিযানে তিন মাদক সেবী আটক
এম চোখ ডট কম, গাংনী : মেহেরপুর মুজিবনগর থানা পুলিশের অভিযানে সোমবার তিন গ্রাম থেকে তিন মাদক সেবীকে আটক করা হয়েছে। এরা হচ্ছে- মুজিবনগর উপজেলা পুরন্দরপুর গ্রামের বাসান আলীর ছেলে সবুজ ( ২৭), মোনাখালী গ্ৰামের মৃত আজিজুল ফকিরের ছেলে ফারুক (২৫) ও ভবরপাড়া গ্ৰামের মৃত জয়নাল আবেদীনের ছেলে লাল চাঁদ (৪২)। পুলিশ সুত্রে জানা যায়, গতকতাল গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে এস আই সজিবুর রহমান,এস আই বিপ্লব কুমার হালদার,এস আই সাজ্জাদ হোসেন,এস আই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ তিন গ্ৰামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মুজিবনগর থানায় নিয়ে আসে। এ বিষয়ে অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল জানান, তারা তিন জন মাদক সেবনের পাশাপাশি বিক্রির সহযোগিতাকারী। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।