344
মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।
এম চোখ ডটকম,মুজিবনগর: মাদককে না বলি ” মাদকমুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মুজিবনগরের প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজারে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদীর রাসেলের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে বাজারের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার এস আই উত্তম , এস আই হেকমত, এস আই বিপ্লব কুমার হালদার, এস আই সজিবুর রহমান এবং বাগোয়ান ইউপি সদস্য বাবুল মল্লিক , মোনাখালী ইউপি সদস্য ডালিম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মতিউর রহমান মতিন , যুবনেতা হাসানুজ্জামান লালটু ,সহ মুজিবনগর থানা পুলিশ ও বাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Write to Mir Shamim