মুজিবনগর থেকে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড মাসুদ গ্রেফতার
এম চোখ ডট কম, মুজিবনগর :
অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড মাসুদুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতার হওয়া অনলাইন জুয়ার এজেন্টদের স্বীকারোক্তিতে সামনে আসে মাসুদ।
গ্রেফতার মাসুদ রহমান মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের মুনছের আলীর ছেলে। কোমরপুর বাজারে ওয়ালটন শো রুমের মালিক তিনি।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল জানান, অনলাইন জুয়ার বন্ধে মেহেরপুর জেলা পুলিশের তথ্যনুসন্ধান ও গ্রেফতার অভিযান চলমান। এর অংশ হিসেবে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং কিছুদিন আগে গ্রেফতার হওয়া এক আসামির স্বীকারোক্তিতে মাসুদ রহমানের বিষয়টি সামনে আসে। তদন্তে মাসুদ বড় আকারের একজন এজেন্ট ও অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড বলে নিশ্চিত হয় পুলিশ। এর প্রেক্ষিতে মাসুদ রহমানকে গ্রেফতারে অভিযান চালানো হয়। সোমবার সন্ধ্যায় কোমরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অনলাইন জুয়ার বিষয়ে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে অনলাইন জুয়ার মামলার আসামি হিসেবে মঙ্গলবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন : গাংনীতে মাদক ব্যবসায়ী আমেনা ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত বিসিবির