893
এম চোখ ডটকম, মুজিবনগর :: ন্যাশনাল এগ্রিকালচারল টেকনোলজি প্রোগ্রাম ফেজ -২ প্রকল্পের আওতায় মুজিবনগর উপজেলা সিনিয়ার মৎস্য অফিসের আয়োজনে উপজেলার মহাজনপুর ইউনিয়নের দাদপুর বিলে দেশীয় প্রজাতির ৭শত ৭০কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা দিকে ওই বিলে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ স্থানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, মুজিবনগর উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার শহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার নাজমুস সাকিব, সম্প্রসারন কর্মকর্তা (এনএটিপি-২) তুহিন মাহমুদ প্রমুখ। এসময় ওই বিলের কমিটির সদস্যসহ বিলের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।