মুজিবনগর দারিয়াপুরে বসত বাড়ীতে আগুন – প্রতিবন্ধীর ঘর পুড়ে ছাই ।
মেহেরপুরের চোখ ডটকম, মুজিবনগর : মেহেরপুরের মুুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর ঘোষ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিবন্ধীর বসত বাড়ীতে আগুন লেগে ঘোষপাড়ার লাল চাঁদের মেয়ে প্রতিবন্ধী ফরিদা খাতুনের ঘরের আসবাব পত্রসহ ঘরের ভিতরে থাকা দুইটা কাঠের খাট, একটি কাঠের চৌকি, একটি কাঠের বাক্স, একটি কাঠের আলমারি, লেপ কাঁথা তোষক, ৫ মন ধান, ২ মন গম, জমির দলিলপত্র সহ আনুষাঙ্গিক সাংসারিক ব্যবহারি জিনিসপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি গতকাল সোমবার দুপুর ১টা ৩০ এর দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে দারিয়াপুর ঘোষ পাড়ায় তেঁতুল গাছের নিচে মাচায় বসে থাকা এলাকাবাসী লক্ষ করে প্রতিবন্ধী ফরিদার বাড়িতে আগুন দাউদাউ করে জ্বলছে। মাচায় বসে থাকা সকলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কোন ভাবেই আগুন নিয়ন্ত্রণে আসছিলোনা দেখে মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে মুজিবনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় কোন মানুষের ও ক্ষতি না হলেও ঘরের ভিতরে থাকা দুইটা কাঠের খাট, একটি কাঠের চৌকি, একটি কাঠের বাক্স, একটি কাঠের আলমারি, লেপ কাঁথা তোষক, ৫ মন ধান, ২ মন গম, জমির দলিলপত্র সহ আনুষাঙ্গিক সাংসারিক ব্যবহার যা জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করেছেন মুজিবনগর ফায়ার সার্ভিস।
এ বিষয়ে মুজিবনগর উপজেলা নিবার্হী অফিসার খাইরুল ইসলাম জানান ঘটনাটি শুনেছি আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং এই প্রতিবন্ধীর পাশে উপজেলা প্রশাসন সবসময় আছে বলে জানান তিনি।