183
মুজিবনগর দারিয়াপুর ইউনিয়ন পরিষদের শীতবস্ত বিতরণ
এম চোখ ডটকম,মুজিবনগর: দেশের একটি বড় অংশ জুড়ে যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তাতে বিপর্যয় হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। অসহায় ও দারিদ্র্য মানুষদের হাড় কাঁপানো শীতের কষ্ট নিবারণের লক্ষ্যে সোমবার সকালে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শীতবস্ত কম্বল বিতরণ করা হয়েছে । দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাহাবুব আলম রবি‘র সভাপতিত্বে শীতবস্ত বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব এরশাদ আলী অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, পরিষদের গ্ৰাম পুলিশসহ বিভিন্ন গ্রাম থেকে কম্বল নিতে আসা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মিলে মোট ৩০০ শতটি কম্বল বিতরণ করা হয়।