এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডের দশম খেলায় চিৎলা জাগরণী একাদশ জয় লাভ করেছে আজ। রোববার বিকেল ৪টায় দারিয়াপুর ফুটবল খেলার মাঠে দারিয়াপুর গ্রাম বাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্টে ২০২২ দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাহবুবুর রবি ফুটবল খেলার মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। খেলায় চিৎলা জাগরণী একাদশ ৬-১ গোলে টেংরামারি একাদশকে পরাজিত করে। খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সাধারন সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্নসম্পাদক মঈনুল ইসলামসহ কমিটির সদস্য বৃন্দ প্রমুখ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলাটি বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন খেলাটি পরিচালনা করনে শাহী কমাল মতি। তাকে সহযোগিতা করেন জাকির ও জুয়েল । আগামী কাল রবিবার ১৩ সেপ্টেম্বর একই মাঠে প্রথম রাউন্ডের ১১তম খেলায় মুখোমুখি হবে গোপাল নগর একাদশ এবং শালিকা একাদশ।
মুজিবনগর দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টের দশম খেলায় চিৎলা জাগরণী একাদশ জয়ী
338