মুজিবনগর দুই দিন ব্যাপী কৃষি ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত।
এম চোখ ডটকম মুজিবনগর :
ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ এই প্রতিপাদ্যে দুই দিনব্যাপী কৃষি ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে মুজিবননগর উপজেলা পরিষদ মাঠে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু । এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজীব , মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন , উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি হাজী ওমর ফারুক প্রিন্স,বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কৃষক কৃষানে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দুই দিনব্যাপী ফল মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ । এই ফল মেলা ১১ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে ।