137
মুজিবনগর নাগা মাঠের রাস্তা এইস বি বি, হিয়ারিং এর উদ্বোধন ।
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর নাগা বিল মাঠের রাস্তার এইচ বি বি , হিয়ারিং এর উদ্বোধন করা হয়েছে । সোমবার সকালে রাস্তার উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসরুবা আলম । এসময় রফিকুল ইসলাম তোতা বলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরাকোনা গ্ৰামের পাশ্ববর্তী নাগা মাঠ । রাস্তাটি এখানকার চাষীদের দীর্ঘদিনের আশা , এই মাঠে মুজিবনগরের অধিকাংশ মানুষের বিভিন্ন ধরনের চাষ করে থাকেন, এই মাঠের প্রধান যোগাযোগের রাস্তাটি মেঠো হওয়ার কারণে কৃষকরা তাদের ফসল উৎপাদনে নানা মুখী বাধার মুখে পড়ে তাই কৃষকদের কথা মাথায় রেখে এই রাস্তাটি এইচ বি বি করন বা হিয়ারিং এর বরাদ্দ দিয়েছেন আমাদের মেহেরপুর ১আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন তিনার বরাদ্দ কৃত রাস্তাটি আমি নিজ হাতে উদ্বোধন করতে পেরে নিজেকে গর্ব বোধ করছি কারণ ফরহাদ হোসেন এই সমস্ত মানুষের কথা মাথায় রেখেছেন কৃষকদের ভালোবাসায় তিনি আসক্ত হয়েছেন সেজন্য এই নাগা মাঠের সকল চাষীদের পক্ষ থেকে ফরহাদ হোসেনকে ধন্যবাদ জানাই চাষিদের কথা মাথায় রেখে এই ধরনের উন্নয়ন করার জন্য।এসময় ছিলেন ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর মুজিবনগর উপজেলা সভাপতি যুব নেতা হাসানুজ্জামান লালটু, আওয়ামীলীগ নেতা আদম পাকা, সাবেক যুবনেতা মোস্তাফিজুর রহমান তুহিন, ১ নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, আব্দুল কুদ্দুস, হামিদ মাষ্টার সহ নাগা মাঠের চাষীরা উপস্থিত ছিলেন।