639
মুজিবনগর নাজিরাকোনায় গলায় দড়ি দিয়ে কৃষকের আত্মহত্যা
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের জাহান আলী (৬০) নামের কৃষক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের উপর অভিমান করে গত রবিবার গভীর রাতে গ্রামের নাওগাড়া মাঠের পুকুরের পাড়ে আম গাছের ডালের সাথে গলায় দড়ি জড়িয়ে সে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মতৃ সেধু মালের ছেলে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও পুলিশ সূত্রে জানা যায়- তার স্ত্রীর সাথে গরু বিক্রয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গলাই দড়ি দিয়ে ওই দিন গভীর রাতে কোন এক সময় আত্মহত্যা করে।