মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক পিএলসি
মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা এরিয়া। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা,মেহেরপুর জেলার নবগঠিত কমিটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হান্নান ম্যানেজার জীবননগরশাখা,সহসভাপতি এইচ এম আব্দুল আওয়াল ম্যানেজার আলমডাঙ্গা শাখা, মুহা: মুরশিদ আলম (এসপিও), সাধারণ সম্পাদক আসমাউল হুসনা তানিম ম্যানেজার গাড়াডোব শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ম্যানেজার দর্শনা শাখা, আলী হায়দার ম্যানেজার হাটবোয়ালিয়া। এছাড়াও নাজমুল হক পিও, শরিফুল ইসলাম এসও,আবুল বাশার,আব্দুল ওয়াকিল, ইফতেখারুল বাশার, খালিদ হাসান, রুবেল হোসেন, শাহাবুল আলম,তারিক মুবাশি^র,হাসিবুল ইসলাম ও জাহিদুল আলম প্রমুখ। এর আগে ২৭ ফেব্রুয়ারি নবগঠিত কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলাউদ্দিন তুষার এবং সাধারণ সম্পাদক আব্দুর রায়হান। নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন ফরহাদ হোসেন এমপি,মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে কমিটির নেতারা মুজিবনগর আম্রকাননে এক আলোচনা সভায় মিলিত হয়।