মুজিবনগর পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ।
এম চোখ ডটকম,মুজিবনগর:: মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা সহ রাজু আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর-মুজিবনগর সড়ক থেকে রাজু আহমেদ আটক করা হয়।আটক রাজু আহমেদ মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ফজলুল হকের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এসআই সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের অদূরে অনিক ব্রিকস এর কাছে মেহেরপুর গামী একটি ইজিবাইক তল্লাশি চালায়। এ সময় রাজু আহমেদকে আটক করেন। এবং তার নিকট থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল দত্ত জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়েয় করা হয়েছে আগামীকাল মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।