510
মুজিবনগর প্রত্যাশা ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ
এম চোখ ডট কম, মুজিবনগর :
মুজিবনগর প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান স্বরুপ চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে মুজিবনগর কমপ্লেক্স জেলা পরিষদ বাংলোয় আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম। উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি মিঃ দিলিপ মল্লিক, সাবেক সভাপতি শাহীন আলী, নির্বাহী পরিচালক অ্যাড. সিরাজুল ইসলামসহ প্রত্যাশা ফাউন্ডেশনের সকল সদস্যগণ।
চেক গ্রহণ করেন মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন।