মুজিবনগর প্রি ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর প্রি ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় মুজিবনগর প্রি ক্যাডেট একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান আজিমুল বারী মুকুল , প্রধান শিক্ষক আশরাফুল হক প্রমুখ । উক্ত অনুষ্ঠানে মহির শেখ ও হোসনেয়ারার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতান বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী এস এম আমজাদ হোসেন এবং মুজিবনগর প্রি ক্যাডেট একাডেমীর ছাত্র ছাত্রীরা সহ বিভিন্ন ধরনের শিল্পিরা। অনুষ্ঠান শেষ ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।