মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
মেহেরপুরের চোখ ডটকম, মুজিবনগর :
এডিপি প্রকল্পের আওতায় মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসা ও ক্লাবে বিনামূল্যে ফুটব,ভলি বল ও জার্সি বিতরণ করেছে বাগোয়ান ইউনিয়ন পরিষদ।
সোমবার সকাল ১১ টার দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবুল মল্লিকের সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন চেয়ারম্যান আয়ূব হোসেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন সচিব রাশিদুল হক , ইউপি সদস্য রকিব উদ্দীন, সোহরাব হোসেন, সানোয়ার হোসেন দানা, রমজান আলী, রফিকুল ইসলাম,সিবাস্তিন মল্লিক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা বানু রোজ, মাবিয়া খাতুন,মহিরম বিবি , হিসাব সহকারী কাম কম্পিউটার হাসানুজ্জামান উজ্জল , গ্ৰাম পুলিশ সহ অত্র ইউনিয়নের খেলা সামগ্ৰী নিতে আসা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও ক্লাবের সদস্য গন উপস্থিত থেকে এই খেলা সামগ্ৰী গ্ৰহন করেন।